পূজা সংখ্যা (প্রথম পর্ব) – ২০২১

সম্পাদক, দক্ষিণের জানালা on

Puja-Sonkhya-2021

বাক্সবন্দী খেলা কি তবে এবার শেষের মুখে নাকি আবার অগোছালো করে দেবে তৃতীয় ঢেউ। এসব পারমুটেশন কম্বিনেশন এর দড়িতে ঝুলতে ঝুলতে আবার একটা শরৎ এসে পড়েছে আমাদের সামনে। দীর্ঘদিনের জরা আর মন্দা কাটিয়ে উল্লাস করতে চলেছে একটা স্থবির ব্যাঙ। মুখোশে ঢেকে যাওয়া পৃথিবী থেকে ফেটে বেরোতে চাইছে আত্মার কোলাহল। এমনই একটা সময় যেখানে রক্ত গড়িয়ে পড়ছে আকাশে। অবকাশের বিছানা থেকে একঘেয়ে হয়ে উঠছে মানুষ। বাতাসে ছড়িয়ে আছে বারুদের গন্ধ। সমস্ত মোমবাতি মিছিল স্তব্ধ হয়ে গেছে। সিংহাসনের দখল নিচ্ছে রাক্ষস বাহিনী। সর্বনাশের এই কালো মেঘ আরো ছড়িয়ে পড়ার আগে আরো একবার তাই জেগে ওঠার পালা। আর তার প্রথম প্রয়াস হিসেবে এই আত্মার জাগরণ জারী থাকুক। সংখ্যাটি পড়ুন। জানান আপনাদের মতামত। হোক মতের আদান-প্রদান। সকলকে শারদীয়ার শুভেচ্ছা রইল।

শুভদীপ আইচ

কবিতাঃ

অনুবাদ কবিতাঃ

গল্পঃ

অণুগল্পঃ

মুক্ত-গদ্যঃ

গদ্যকল্পঃ

বিশেষ নিবন্ধঃ

নাটকঃ

পুস্তক আলোচনাঃ

ক্যামেরাবন্দিঃ

রং-তুলিঃ


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।