নিঃশব্দের উপাখ্যান

দেবজিৎ সাহা on

nihshobder_upakhyan

ফিল্ম ক্যামেরার ছবিগুলো এখনো যখন দেখি , প্রতিটা ছবি আশ্চর্য ভাবে তাদের সময়ের গন্ধটাকে ঠিক সংরক্ষণ করে রেখেছে। আজ আলোকচিত্রের জগৎটা পুরো পাল্টে গেছে । আজ সবকিছুই ডিজিটাল। সবটাই প্রোগ্রামিং এর খেলা । অভিনবত্ব আর আধুনিকতার মেলবন্ধনে ছবির জগৎ অতীতের সীমাবদ্ধতা ছাড়িয়ে পৌঁছে গেছে অন্য এক দুনিয়ায়। বদলেও গিয়েছে আমাদের স্বাদ। আজকের দুনিয়ায় সময়ের চরম গতিবেগকে আটকে রাখা কঠিন কিন্তু অসাধ্য নয়। সময়ের সঠিক ফ্লেভার কে আজকের ইকুইপমেন্ট দিয়েও সংরক্ষণের চেষ্টা করা যেতেই পারে। এই ছবিগুলোর মাধ্যমে সেই প্রচেষ্টাই করা হয়েছে । একটা অন্যরকম আবরণে তাদেরকে ডুবিয়ে নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতের সাথে ওদের যখন সাক্ষাৎ হবে তখন যেন ওরা সময়কে হিপ্নোটাইজ করতে পারে।

কুমারটুলির আনাচে কানাচেঃ

ভ্রমনঃ


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


দেবজিৎ সাহা

জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। পড়তে ও লিখতে ভালোবাসেন। ইংরেজী সাহিত্য নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভারসিটি থেকে স্নাতক ও গৌড়বঙ্গ ইউনিভারসিটি থেকে স্নাওকত্তর । সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকেই লেখা লেখির জগতে প্রবেশ। কলেজ জীবন থেকেই লেখা লেখি শুরু করেন। পেশায় শিক্ষক। এছাড়াও ফটোগ্রাফি তে বিশেষ আগ্রহ রয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।