অর্ঘ্যকমল পাত্র-এর কবিতা

অর্ঘ্য কমল পাত্র on

arghyakamal_patra

ঈর্ষা

১.

এই দুপুরে তুমুল বৃষ্টির পর
ব্যথা ক্রমশ বেড়ে গেল তোমাদের

পরস্পরকে সেবা করবে বলে
তোমরা একসাথেই রয়ে গেলে

অথচ দেখো, আমি স্বাধীন
আমি আনন্দসহকারে ভিজছি…

এই দুপুরে তুমুল জল পড়ছে আকাশ থেকে
এই দুপুরে
তুমুল জল ঝরছে তোমার চোখ থেকেও!

২.

এরচেয়ে নতুন চশমা লাগানো ভালো

তোমার অলক্ষ্যে তীব্র এক অবসাদ নিয়েও
তোমার পাশে পাশে হাঁটছে
তোমার বর্তমান

কিন্তু, আমাকেও মূর্খ ভেবো না!
আমিও জানি—
আমার অলক্ষ্যেও, তোমার দেহের ভিতরে,
আমাকে হারিয়ে দেবে বলে বেড়ে উঠছে —

তোমার বরের লেখা একমাত্র কবিতা!


বেওয়াফা সনম্

আহত করবে ভেবে

নরম পুকুরের বুকে ঝাঁপিয়ে পড়ে
চুল্লুখোর ঢিল

তারপর নকল স্নেহের স্রোতে
তলিয়ে যেতে যেতে ভাবে—

এই যে পুকুরের শরীরে
এতখানি তরঙ্গ তৈরি হল,
সমস্তটাই তার জন্যে

২.

অবহেলায় দাঁড়িয়ে থাকে
চুপচাপ শ্বেতী পড়া বাড়ি

কেউ না বুঝুক,
একটা আমৃত্যু আঁকড়ে থাকা বটগাছ
তাকে চিনেছে। বুঝেছে —
তার ভিতরে ভিতরে জমে থাকা
গূঢ় ঐতিহ্যের কথা


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অর্ঘ্য কমল পাত্র

বাসস্থান - চন্দননগর,হুগলি। দ্বাদশ শ্রেণীর ছাত্র।

1 Comment

Sayak Das · নভেম্বর 28, 2021 at 6:36 অপরাহ্ন

অনবদ্য লেখাগুলো

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।