pathok-lekhok-banner

পাঠক যখন লেখক – ০৯.০৮.২০২০

দিশা সরকার -এর দু’টি কবিতা অনন্তের রাত্রি দিন,কালচে নীল মিশেছে আলো ছায়ায়।উজ্জ্বল তারা,নিদ্রা হারা মহাকাশ মহাকায়ায়।রুদ্র তপন,জ্বলে আনমন দীর্ঘ উচ্ছ্বাসে।চন্দ্রমা দেয়,জোৎস্না আলোয় শীতলতা নিশ্বাসে।মেঘ-মেদুর,সন্ধ্যা-ভোর ভাঙে গড়ে যেখানে,অনন্তের এই মহাচক্র শেষ নাহি হতে জানে।। ত্রিকোণ আমি যেথায় চলেছি সে চলে অন্যখানেচঞ্চল,সে উদভ্রান্ত নিদ্রা নাহি জানেআপস করে পোষায় না তার চাহিদা অনেক আরও পড়ুন…