অনুপম ভট্টাচার্য-এর কবিতা

অনুপম ভট্টাচার্য on

onupom_bhattercharjeer_kobita

হঠাৎ করেই চলে যেতে হল

এত অল্প সময়,
ব্যাগ গোছানো পর্যন্ত হল না ঠিকমত

যেতে যেতে পথে
মনে পড়ছে –
শেষপর্যন্ত কি কি ফেলে এলাম,
সঙ্গে নেবো ভেবেও
বেমালুম ভুলে গেছি যাদের

তবু শান্তি এটুকুই ,
দুদিন পরে ফেরা

পথে যেতে যেতে
মনে পড়ছে তাদের কথা
যাদের আর ফেরা হবে না কোনওদিন..

তুমি তো বুঝতে পারো
দূর থেকে –
কোন ঘরে জ্বলছে আলো,
কোন ঘর অন্ধকার

বুঝতে পারো ধূপের ধোঁয়া,
সন্ধ্যাপ্রদীপ

বুঝতে পারো
রান্না চেপেছে ঐ..

অথচ,
বহুকাল কথা বন্ধ বলে
জানতে পারো না –

বারবার ঘুম ভেঙে মাঝরাতে
জেগে বসে থাকছে কেউ


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।