দেবসত্য কুমারের একগুচ্ছ কবিতা

ডাক
দুটি মাস থেকে যেতে পারলে ভালো হতো……
পুচুর মাধ্যমিক টা দেখে যেতে পারতাম।
জমির রেজিস্ট্রিটাও এক মাস পরে ……
কিন্তু তাতেও চন্দ্রবিন্দু এসে যাবে।
বুলু মাসি তার মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য চেয়ে গেছে…..
অথচ ডাক এসে গেছে….
কিছুই নিয়ে ফেরা যায় না জানি।
তবু কত
অসমাপ্ত কিছু নিয়ে ফিরে যেতে হলো ।
দীর্ঘজীবী হোক
আমাদের লাঙলকে
আপনি কিনতে চাইছেন
কিনতে চাইছেন আমাদের গোলা ভর্তি ধান আর ধানের পালায় বসবাস করা অজস্র পাখির ডিম কে ।
আপনারা সস্তা ভাবে বিক্রি করতে চাইছেন আমাদের সত্তাকে ।
আমরা নীরব ।।
হুজুর, নীরবতা মানে আপস নয় ,
প্রতিবাদ, ধর্না, মানে শক্তি প্রদর্শন নয়।
ভাঙা লাঙলের ফলায় জেগে ওঠা সীতা নই আমরা,
ব্যারিকেড ,আইন ,নিরাপত্তা আপোষের মধ্যে একটা ঝুঁকি থাকে।
তার বাইরে বেরিয়ে আসুন
নয়ত বিপ্লব দীর্ঘজীবী হবে।।
দ্বিধা
উঁচুতে উড়ন্ত বল,
নিচে শুধুমাত্র আমি
আর কেউ নেই।
শুধু আমি।।
আকাশে তাকিয়ে দেখি
বল নয়
ধুলো মাটি আর দ্বিধা ।
মিথ্যে।
ধুয়ে যাক সেইসব সন্তান সন্ততি
যার বীজে মিথ্যে, শুধু মিথ্যে।
যে বীজের পাতায়
মিশে আছে বিষাক্ত ,
তার সন্ততিরা মুছে যাক
ডুবে যাক গভীর অন্ধকারে।
0 Comments