দেবাশিস সাহা-এর তিনটি কবিতা

প্রত্যাখান
অবহেলা পেরিয়ে পেরিয়ে
এসে পড়ি অভিমানের মাঠে
এখানে কেঁদে বেড়ায় ঘোলাটে চাঁদ
নতমুখ পালিয়ে পালিয়ে
কোথায় যাবে রুকবানুর
প্রত্যাখানের আঘাতে আঘাতে
গড়িয়ে আসি প্রকৃতির কোলে
দুটো খুচরো পাখি
গন্ধে গন্ধে স্নান করে
আমার মন
প্রকৃতি কখোনো ফেরায়নি আমাকে
অথচ ভালোবাসার নারী
দড়াম দড়াম
বন্ধ করেছে হৃদয়।
অপেক্ষায়
এবাদুল দা
এখন কি তোমাকে
আকাশের ঠিকানায় কবিতা পাঠাবো
রক্তে লেখা অক্ষর
মেঘে ভিজে গেলে
কি হবে
তুমি কি ধেবড়ে যাওয়া কবিতা থেকে
চিনতে পারবে
নিজের হাতে গড়া কবিকে?
নদীর জলে মাদুর পেতে
আবার কবে শুনবো
সেই কবি আবিষ্কারের গল্প?
আমি খাম হাতে দাঁড়িয়ে
নেতাজি মোড়ে
কালিদা র চা ঠান্ডা হয়ে যাচ্ছে
নাসির পান নিয়ে এসেছে
গালে পান মুখে হাসি নিয়ে
একবার এসো এবাদুল দা
আমরা অপেক্ষায়।
রেশনে প্রেম
লক্ষীর ঢেউ
তৃতীয় সমুদ্র পেরিয়ে
এগিয়ে যাচ্ছে ভান্ডারের দিকে
দুয়ারে কাজ নেই
সারি সারি ভিক্ষাহাত
কখনো স্কুল মাঠ
কখনো ব্যাংকের দুয়ারে
ধাক্কা খেতে খেতে
ক্ষেত ভুলে গেছে
দুয়ারে দুয়ারে প্রেম নেই
রেশনে খাদ্যের সংগে
দেওয়া হোক প্রেমের রসায়ন।
0 Comments