অরিন চক্রবর্তী-এর তিনটি কবিতা

ব্রহ্মনদী
তারপর এক সময় সঙ্গম থেমে আসে
বুক ভর্তি সিগারেটের ছাই
তুমি খুঁটে নিচ্ছ সমস্ত সম্পর্ক
যা আঁশের মতো লেগে আছে আমার চামড়ায়…
রক্তের ঢেউ নামে আমার মিনারে
তুমি বসে থাকো স্থবির হয়ে
সাঁতরে পার হয়ে যাচ্ছি
তোমার ব্রহ্মনদী…
মাটি
গতজন্মের ফসলের দাগ লেগে আছে
আমাদের উঠোনে
যে জমিতে একাত্তরের মাটি
সেখানে প্রেরণাহীন আঁচড় কাটছি
ভুলিয়ে দিচ্ছি ‘দ্যাশ’—
বাবার বুক একটি স্মৃতির কাঁটাতার
হাত বুলোতে গিয়ে রক্তাক্ত হয়ে যাই
দুটো দেশ, এক বুক…
প্রণয়
আমার শরীর জুড়ে কারা যেন রজনীগন্ধা ছড়িয়েছে
মাথার পাশে ধূপের গন্ধ
যা আমার সহ্য হয়নি কোনোদিন
এখন একান্ত সঙ্গী
সংসার নামের যা কিছু পাথরের মতন বয়েছি
সেখানকার শিল্পীরা খুঁজে চলেছে শেষ ব্যাঙ্ক-ব্যালেন্স
শেষ জলে ভেজা তুলো বরফ-বৃষ্টি হয়ে ঝরছে শরীরে
তুলসিপাতার মৃদু ঘ্রাণে উন্মাদ আমি…
0 Comments