কতদূর, সত্যপুর ?

দক্ষিণ দিনাজপুরের বালুঘাটের মাটির সন্তান। 'উত্তরদক্ষিণ' পত্রিকা সম্পাদনা করেছেন দীর্ঘদিন। লিটিল ম্যাগাজিনের একনিষ্ঠ ভাষাকর্মী। একসময় কবিতা লিখতেন। বর্তমানে গল্প লেখা ও নাটক চর্চার সঙ্গে যুক্ত। তাঁর প্রতিবাদের ভাষা অত্যন্ত ক্ষুরধার। বহু পত্র-পত্রিকায় তাঁর প্রকাশিত লেখা পাঠককে নাড়া দিয়েছে। 'ইবলিশ টিবলিশ' তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।
নাট্যপ্রেমী মানুষের জন্য বালুরঘাট সমমনের পুজোর নাটক হুমায়ুন আহমেদ এর গল্প অবলম্বনে় নাটক “ছুনু মিঞার কিসসা” প্রথম বার মঞ্চস্থ হলো বালুরঘাট নাট্যতীর্থ মন্মথ মঞ্চে।ছুনু মিঞা এই রাজনৈতিক নাটকটির মুখ্য চরিত্র। চিরাচরিত শোষণের কথা বলা হলেও আরও পড়ুন...
নাটকের কথা লিখব বলে যেই ঠিক করেছি, আমার সামনে বারবার দাঁড়িয়ে পড়ছে বিকাশ ভট্টাচার্যের একটা ছবি- ‘আহত পরিবার’। কী আছে ওই ছবিতে? ক্যানভাসের মধ্যভাগে এক পরিবার। শরীর জুড়ে ব্যান্ডেজ। ক্ষতের প্রলেপ। দেখে বোঝাই যায় এরা আরও পড়ুন...
0 Comments