অরুণেশ অরুণেশ

সুবীর সরকার on

arunesh_arunesh

১.
অরুণেশকে আমি আমার ১৬ বছর বয়স থেকে চিনি। অরুণেশকে পাঠ করা শুরু করি। তার “শ ব ও সন্ন্যাসী”, “গুহা মানুষের গান” আমাকে প্রবল বিস্মিত করলো। এমন কবিতা এমন কড়া চাবুকের মুখোমুখি তো এর আগে হইনি। আমার পাঠ ভুবনে তীব্র এক প্রদাহ শুরু হলো। যদিও পরবর্তীতে কবিতা নয়,অরুণেশ-এর গদ্য আর প্রবন্ধের ভক্ত হতে হয়েছিল আমাকে।
আর ততদিনে অরুণেশ ঘোষ আমার বন্ধু,আমার আশ্রয়,আমার প্রশ্রয়,আমার শিক্ষক হয়ে গিয়েছেন।
যতদিন বেঁচে ছিলেন,অনন্ত শিখেছি, জেনেছি তার কাছ থেকেই।
এই উত্তরের প্রান্ত থেকেই বিশ্ব সাহিত্যের সাম্প্রতিক খবর রাখতেন তিনি। এখান থেকেই তিনি বাংলা সাহিত্যের নিবিড় সাধক হতে পেরেছিলেন।

২.
সাইকেল চালিয়ে একা একাই চলে যেতাম অরুণেশ-এর বাড়ি। তখন তিনি হাওয়ার গাড়ি গ্রাম ও মরা মানসাই নদীর ভুবন ছেড়ে পাকাপাকি চলে এসেছেন জনপদ ঘুঘুমারী। বাসায় যাবার গলির পাশে একটি নিবিড় জলাশয় ছিল। ওখানে মাঝে মাঝে স্নানে নামতেন। আমি পাড়ে বসে নানান প্রশ্ন ছুড়ে দিতাম। উনি গল্পচ্ছলে জবাব দিতেন।
কৃষ্ণ গোপাল মল্লিক, নিত্য মালাকার,সুবিমল মিশ্র, কমল চক্রবর্তীর কথা শোনাতেন।
বলতেন- “খাটি স্রষ্টা আসলে একজন অভিশপ্ত মানুষ”।
ৱ্যাবোর জীবন ও কবিতা নিয়ে একটা ঘোরের ভিতর একটানা কথা বলে যেতেন অরুণেশ। আমি শিউরে উঠতাম।রেমব্রান্ত ও গগার ছবি নিয়েও অনেক কথা শোনাতেন।
ফরাসি সাহিত্য ফরাসি কবিতা নিয়ে একদম সময় ধরে ধরে অরুণেশ আমাকে কেবল বলেই যেতেন।
বিশ শতকের ফরাসি কবিতা প্রায় মুখস্ত হয়ে গিয়েছিল শুনে শুনে।
এপলিনেয়ার, অরি মিশো প্রিয় হয়ে উঠেছিলেন এভাবেই।
ল্যাটিন আমেরিকার লেখালেখি নিয়ে তুমুল উচ্ছাস ছিল অরুণেশ-এর।
মার্কেজ,কর্পেন্টিয়ার,ফুয়েন্তেস আর চিলির কিছু ছোট গল্প ওনার উৎসাহেই পরবর্তীতে পড়ে ফেলতে হয়েছিলো আমাকে।
অরুণেশ এর সাথে আড্ডাটা অনেক টাই ছিল শীত ও বসন্তের ক্লাসরুমের মতন।

৩.
অরুণেশ তার জীবনের গল্প শোনাতেন।রাজনীতি,শ্রেণী সংগ্রাম,শোষণমুক্ত এক পৃথিবীর স্বপ্নের কথা ও স্বপ্নভঙ্গের কথাও বলে যেতেন অপরূপ এক কথোয়ালের মতন।
মাঝে মাঝে ডায়েরি থেকে টুকরো টুকরো অংশ পড়তেন।সেখানে অগণন চরিত্র ও ছবি থরে থরে সাজানো থাকতো।
কমরেড কেরুয়াক,খেরবারির মাঠ,কামরূপ কামাখ্যার মিথগুলি,জয়পুর থেকে না আসা ছেলের চিঠি,সুবলের চাটের দোকান আরো কত কি!

৪.
একজন অগ্রজ একজন অনুজকে জড়িয়ে ধরতে জানেন অরুণেশ নিজেই তার উদাহরণ।
জনম ভর তার থেকে কেবল শিখেছি।ব্যাক্তি অরুণেশ আর লেখক অরুণেশ-দুজনেই আমার শিক্ষক।

অরুণেশ ঘোষ,আসলে এক চুরমার সমুদ্রের নাম।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সুবীর সরকার

৩রা জানুয়ারি , ১৯৭০ সালে জন্ম। কবিতার পাশাপাশী ভিন্ন্যধর্মী গদ্যও লেখেন।লোকগান ও সাবল্টার্ন বিষ্যে আগ্রহী।স্বপ্ন দেখেন হলুদ খামারবাড়ি,সাদা ঘোড়া ও আবহমানের এক জীবন। প্রকাশিত বইঃ যাপন চিত্র, শোক ও শ্লোকের দিনলিপি, বিবাহবাজনা, তন্ত্রপুস্তক, সাদা ঘোড়া ও লোকপুরাণের কবিতা, নাচঘর, নির্বাচিত কবিতা, বিবাহ বাজনা, মাসুদনামা। প্রতি সপ্তাহে উত্তরের একজন তরুণ কবির সাথে পরিচয় করিয়ে দেন আজকাল পত্রিকায় " কবির সঙ্গে , কবিতার সঙ্গে " কলামে ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।