বৈশাখী রায় চৌধুরী-র গুচ্ছকবিতা

বৈশাখী রায় চৌধুরী on

১.

প্রতিচ্ছবি

আয়নার সামনে দাঁড়ালেই নিজেকে দেখা যায় না

আয়নার ভিতরে থাকে কঠিন দেওয়াল ভাঙতে পারলে তবেই দেখা যায় নিজের মুখ

সবাই পারেনা

আয়না ভেতরে থাকা মুখগুলো দ্যাখে অবিকল তার মতো দেখতে কত নিস্তব্ধ ঘাতক

তাকে দেখেই হাসছে,চুল আঁচড়াচ্ছে তারপর সেজেগুজে হেঁটে যাচ্ছে প্রিয়
মানুষদের ভিড়ে।

২.

প্রেম

ঘরে আগুন লাগলে দেখেছি দরজা পুড়ে যায়
পুড়ে যায় জানালা

ওরা তো শুকনো মরাকাঠ পুড়বেই

কিন্তু একটা ঘর তো কোনদিন মরাকাঠ ছিল না
মানুষ তো নয়ই

তবুও তো দেখেছি ঘর পুড়ে যায় বিচ্ছেদে
আর মানুষ পোড়ে চিরকাল অনন্ত প্রেমে।

৩.

মাথুর

জমানো নদী হারিয়ে ফেলি নিজের ভুলে

এখন শুধু অনন্ত অপেক্ষা বর্ষার
বর্ষার অপেক্ষা অনন্ত চোখের জলের

নিজের আফসোসকে অনুবাদের শব্দ খুঁজে পাই নি‌ প্রিয়

আজন্মকাল ধরে শুধু শিখেছি এই প্রার্থনাধ্বনি

হে আমার উপেক্ষার ঈশ্বর পরজন্মে যেন তোমায় সিঁথি জুড়ে খুঁজে পাই।

৪.

অসুখ

পায়ে পায়ে ছুঁয়ে যাচ্ছি ছাপটুকু
পথ তো একটাই যা শুধু দূরত্ব শেখায় আমাদের

ছুঁতে ছুঁতেই পেরিয়ে যাচ্ছি ঈশানকোণে শ্মশানমাঠ

যা পেরোলেই আর পা ছাপ পড়বে না আমার

এটাই নিয়ম
এরপরের সব রাস্তা জলীয়।

৫.

জলের আলপনা

মুছে যাব জেনেও
প্রতিটা শ্লেট ব্যতিব্যস্ত হাতে মিলিয়ে চলেছে ভাগশেষ

মুছে যাব জেনেও
শীতকাল রোদটুকু রেখে যাচ্ছে বারান্দায়

মুছে যাব জেনেও
তোমার ঘৃণার মন্দিরে এঁকে এসেছি জলের আলপনা

মুছে যাব জেনেও
জীবন সুনিপুণ ছন্দে বুনে চলেছে আমাদের ধার-বাকির দিনগুলো।

৬.

ছবি

নদী আঁকতে তে গিয়ে বারবার মনে পড়ছে তোমাকে
ঘৃণা আঁকতে গিয়ে এঁকেছি শুধু তোমার প্রত্যাখ্যান

নিজেকে আঁকতে গিয়ে কেবল আঁকতে পেরেছি তোমার ভালোবাসা
কি নিপুণ! নিপাট হয় মেয়েদের সেলাইয়ের ফোঁড়।

৭.

ফুটবল

প্রতিবারই জুতোর থেকে বড় হয়েছে পা
মৃত্যুর থেকে ক্রমশ ছোট হয়েছে জীবন

কিন্তু জুতো আর মৃত্যুর মধ্যে তো সখ্যতা ছিল না কোনোদিন,
ছিল না কোনো ফিসফাস

অথচ দ্যাখো দুজনেরই কাজ আমাকে এক দরজা থেকে আরেক দরজায় গড়িয়ে দেওয়া।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


বৈশাখী রায় চৌধুরী

জন্ম ১৯৯১ সালে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরে। পড়াশুনো বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে স্নাতক ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তীর্ণ। বর্তমানে একটি কলেজে অধ‍্যাপনার কাজে নিযুক্ত। লেখালেখির জগতে প্রবেশ 'অপর্দাথের আদ্যাক্ষর ' পত্রিকার হাত ধরে। প্রকাশিত বইঃ 'নৈঃশব্দ্যের চেকপোস্ট' প্রকাশিত ২০১৭ কলকাতা বইমেলায়, "নিস্তব্ধ হাততালির দেশ" (২০২০) । এছাড়াও বহু পত্র পত্রিকার দীর্ঘ দিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।