megher_vitor_jokhon

মেঘের ভিতর যখন

ধ্বংস মুছে দেয় সভ্যতার রং আমরা জঞ্জালের মত হারিয়ে যাই ক্ষয়ে যাওয়া সময়ের অতলে…! একদিন থেমে যাবে এই ধ্বংসের দাবানলসেদিন অস্থি কঙ্কালের উপর আবার ধুলো ঝেড়ে গড়ে উঠবে নতুন সভ্যতা সেদিন থেকে যাবে আগামী তাদের জন্য আগাম পথ হাঁটি…

tinti_kobita_satyaki

তিনটি কবিতা

হাত ছুঁয়েছিল কাঁধ  পিঠের খুব কাছে এসে থেমে গেছে হাতযে হাতগুলো কখনও ছুঁয়েছিল কাঁধসেই হাতগুলো দাঁড়িয়ে আছে মুখোমুখিমেঘের মত আঁচর আঁকা অন্ধকারেপেতে চাইছে বৃষ্টি ছোঁয়াজমাতে চাইছে কিছু দাগের ছবিপিঠের জমাট অন্ধকারে নিম ফলের স্বাদ নিয়েচোখ ফেলে রেখেছে বারান্দার কোণেসেই চোখ থেকে নেমে আসা বরফভিজিয়ে দিচ্ছে মাটিভিজিয়ে দিচ্ছে পাতার বসন্ত রঙগাছের আরও পড়ুন…