মেঘের ভিতর যখন

সাত্যকি on

megher_vitor_jokhon

ধ্বংস মুছে দেয় সভ্যতার রং আমরা জঞ্জালের মত হারিয়ে যাই
ক্ষয়ে যাওয়া সময়ের অতলে…!

একদিন থেমে যাবে এই ধ্বংসের দাবানল
সেদিন অস্থি কঙ্কালের উপর আবার ধুলো ঝেড়ে
গড়ে উঠবে নতুন সভ্যতা

সেদিন থেকে যাবে আগামী
তাদের জন্য আগাম পথ হাঁটি…


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সাত্যকি

পরিবার প্রদত্ত নাম পলাশ দাস। স্থায়ী বসবাস বারাসতে। ২০১৮ সালে প্রথম কবিতা প্রকাশ, কলকাতার 'শব্দহরিণ' পত্রিকায় সাত্যকি নামে, তারপর থেকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা হচ্ছে। যেমন - কবিকথা, কাগজের ঠোঙা, কালধ্বনি, পদক্ষেপ, সাহিত্য সৃজনী, সাগ্নিক, অবেক্ষণ, অর্বাচীন, মুখর, কবিতা সীমান্ত, আখরকথা, কবিতা নগর, ষোলো আনা, ঝিলম, ভোরের সাঁঝপথ, কবিতা কুটির, আজকের কুরুক্ষেত্র, বিবস্বান, নৌকা প্রভৃতি।

1 Comment

Via Artiam · আগস্ট 16, 2020 at 3:33 অপরাহ্ন

ভালো লাগলো

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।