মেঘের ভিতর যখন

ধ্বংস মুছে দেয় সভ্যতার রং আমরা জঞ্জালের মত হারিয়ে যাই
ক্ষয়ে যাওয়া সময়ের অতলে…!
একদিন থেমে যাবে এই ধ্বংসের দাবানল
সেদিন অস্থি কঙ্কালের উপর আবার ধুলো ঝেড়ে
গড়ে উঠবে নতুন সভ্যতা
সেদিন থেকে যাবে আগামী
তাদের জন্য আগাম পথ হাঁটি…
1 Comment
Via Artiam · আগস্ট 16, 2020 at 3:33 অপরাহ্ন
ভালো লাগলো