Arpita_sarkar

অর্পিতা সরকার-এর একগুচ্ছ কবিতা

ঈপ্সা মাতামহী বালিকা আমিকে বলেছিলেন–ধাতুপাত্র আর মৃতপাত্র ছোঁয়াছুঁয়িতে রাইখো নাপোড়ামাটি হইতে রক্ত ঝরে, স্বপনকলা খান খান কান্দে, তারপর কত ভাঙচুর, জলখেলা…ধাতুলোভ বেড়ে যায় বড়। যতখানি প্রেম দিলে প্রাণেরমণেও বিরহের সুখ কেঁদে কেঁদে মরেছিঁটেফোঁটা মন্ত্রপুত বায়ুতোমার আমার মাঝে নবজাতকের মতো দেয়ালা সাজায় ধাতুলোভ বেড়ে যায় বড়। প্রিয়মুখ, মুক্তির পথে মাটির কলস আরও পড়ুন…

অর্পিতার একগুচ্ছ কবিতা

রত্নাকর কতোকাল হাঁটু পেতে বসে আছি মৃত্তিকাবুকে!একরোখা আলো এসে রোজ বিঁধে দেয় পাঁজরের ভূমিপুণ্যলোভী মাথা ঝুঁকে যায় সম্মুখ পানেমাটি হয়ে আসা শরীরের বাঁকে জড়িয়েছে হংসলতার গাছ ,পুষ্পে পত্রে আজ আর মন ভোলে না, হে খেয়ালি ঈশ্বর! নিদ্রা শেষ হলেনেমে এসো,আশিষমুদ্রার হাত ঠেকাও কপালে।আমি পুনরায় দস্যু হয়ে যাই ;বাল্মীকির প্রতারক বিজয়ের আরও পড়ুন…