কবিতা
অর্পিতা সরকার-এর একগুচ্ছ কবিতা
ঈপ্সা মাতামহী বালিকা আমিকে বলেছিলেন–ধাতুপাত্র আর মৃতপাত্র ছোঁয়াছুঁয়িতে রাইখো নাপোড়ামাটি হইতে রক্ত ঝরে, স্বপনকলা খান খান কান্দে, তারপর কত ভাঙচুর, জলখেলা…ধাতুলোভ বেড়ে যায় বড়। যতখানি প্রেম দিলে প্রাণেরমণেও বিরহের সুখ কেঁদে কেঁদে মরেছিঁটেফোঁটা মন্ত্রপুত বায়ুতোমার আমার মাঝে নবজাতকের মতো দেয়ালা সাজায় ধাতুলোভ বেড়ে যায় বড়। প্রিয়মুখ, মুক্তির পথে মাটির কলস আরও পড়ুন…