প্রেম

সন্দীপন দত্ত on

জামাটা খুলতে খুলতে তুমি জলে নেমে যাচ্ছ
দেখতে পাই এসব
তোমার নেমে যাওয়া উঠে আসা ফের ডুব

কখনও এমনও তো হয় বল
স্থির শান্ত জলের মতো মন নিয়ে
আমরা বসি সমুদ্রের গা ঘেঁষে উঠে যাওয়া
কোনও পাহাড়ের ঝুলন্ত ক্যাফেতে
গাছের কাছাকাছি মেঘ ঘন হয়ে আসে
কে কার সন্তান আমরা গুলিয়ে ফেলি

আমি কি তোমায় মা ডাকতাম?
তুমি কি আমায় বাবা?

আমিও নামছি জলে খুলে যাচ্ছে খোলস
চলে যাব বলেই আমাদের এত তীব্র কাছে আসা
ভাঙন নিশ্চিত জেনে বুকে ভেঙে যাচ্ছি
যেন আমাদের কোনও বিষ নেই বয়স নেই
বিশ্রাম আছে শূন্য বিছানার মতো বিস্তৃত

নেশার ঘোর ছাড়া আমরা আর নিজেদের খুলতে পারছি না
দমবন্ধ আয়নার ভেতর পোড়ামাটির ঘোড়া
জলে নেমে যাই
জলে নেমে নেমে যাই

তুমি ভাল নেই


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সন্দীপন দত্ত

জন্ম : ০৯ই ফেব্রুয়ারী,১৯৯৩। শিলিগুড়ির বাসিন্দা। ২০১৪ সালে প্রথম কবিতা প্রকাশ। লিটল ম্যাগের কাজের সঙ্গে যুক্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে বাংলা স্নাতকোত্তর পাঠরত।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।