gonika

গণিকা

১. ধরো স্পর্শটুকু পেতে এই অভিনয়আড়চোখে দেখা ছুটন্ত ডানাদীর্ঘ নয় পথ, তবুস্বতন্ত্র আভাটুকু নিয়েধূসর স্থাপত্য গড়ে তোলেক্ষীণ আলোয় জেগেছে সংশয়এ শহরে গুজব চারিদিকে ২. তারা আর ফিরবে নামেঘ ভরে আছে আঙ্গুলের ফাঁকেতটরেখা সরে গেছে জেনেপ্রাচীন বন্দরের গণিকারাফুল হয়ে ফুটে ওঠে দ্বীপেউল্কির দাগ নিয়ে রাতগুলোচলে গেছে দূর থেকে দূরে ৩. যৌবন আরও পড়ুন…

snehangshu_bikash_das_er_kobita

স্নেহাংশু বিকাশ দাস-এর ৬টি কবিতা

আউধ ১৫৯০ ও মধ্যরাতের ওড়না তোমার বইমেলা ধরে হেঁটে যাওয়া কতকালগেরস্থালি সরিয়ে রেখে নরম লিপিটিকে স্পর্শে রেখেছেএক চিলতে ঠোঁটে সূর্য নিভে গেলে খাঁ খাঁ করে ওঠেউৎসব, মনকেমনের অন্ধগলিতে সন্দেহ রেখে দেবে উবের পথআমার অনিদ্রা থেকে জ্যোৎস্না ঝরে, আর ঘুম ভাঙে কোলাহলের ভেতরতখন আউধ আর মিথ্যে লাগে না, ওড়নার অপেক্ষা গড়িয়েমনে আরও পড়ুন…