santosh chakroborty kobita

সন্তোষ চক্রবর্তী-র দু’টি কবিতা

অনুসঙ্গ ও তে অনুসঙ্গ খুঁজো না আরএবং ভীষণ অপ্রাসঙ্গিক এই আলাপ!এর চে যদি মায়ের খর আঙুলবুনো পাখির ডাক,ধানক্ষেত,পশ্চিম জানালাএইসব আশ্রয় হতো!তুমি সন্ধ্যার নিভে যাওয়া পিদিমের মতোজ্বলছো এখন।এরপর নিভে যাবেতুলসীতলা থেকে উঠে যাবো আমি আর মা! নিয়তি তারপর কিছুক্ষন স্থির হয়ে মৃত্যুর কথা ভাবলামমনে মনে বললাম আনন্দ!আনন্দ!আনন্দ!প্রশান্তি এলো।কলমিলতা তুলে বাড়ি ফিরে আরও পড়ুন…