dhormomongol

রাঢ় বাংলার কাব্যঃ রূপরামের ধর্মমঙ্গল-এ বাস্তব চরিত্র

সপ্তদশ-অষ্টাদশ শতকে রাঢ় বাংলার লোককথা ও লোকশ্রুতি থেকে জন্ম হয়েছে ধর্মমঙ্গল কাব্যের। বিভিন্ন অলৌকিক ঘটনা এবং অবিশ্বাস্য কর্মকান্ড বর্ণিত হলেও কবির কল্পনা লোকজীবন ও লোকচরিত্রকে অতিক্রম করে যায়নি। কাব্যের চরিত্ররা যে রাঢ়বাংলার জনসমাজের বাস্তব চরিত্রের আদলে চিত্রিত সে বিষয়ে কোনো সংশয় থাকে না। বৃহত্তর রাঢ় জনগোষ্ঠীর আশা-কামনা-বাসনা-ধর্মবিশ্বাসকে অস্বীকার করে গড়ে ওঠেনি আরও পড়ুন…