amrito_purush

অমৃতপুরুষ

হে রাধেশ্যাম, দ্যাখো মুঠো থেকে গলে যাচ্ছে চাঁদ।জোছনায় সেঁকে নেওয়া অবসাদদিয়ে চিবিয়ে খাচ্ছি রুটি।চোখের কোণে জলছাপ। ভ্রুকুটিলেপে দিয়েছে সুনিপুণ তুলি।তবু, আঁচল জুড়ে খোয়াব আঁকছে আদিম ব্রজবুলি… হে রাধেশ্যাম, দ্যাখো সুতো ছিঁড়ে উড়ে যাচ্ছে ঘুড়ি।অবাক অপার্থিব ঠোঁট, আদুরিগলায় মোহ পেঁচিয়ে রেখেভেসে যাচ্ছে ভুলের নিরিখেক্রমশঃ– অর্বাচীন দিগন্তে।স্থবির লোভ এসে চুপিসারে ঘর বাঁধে আরও পড়ুন…