রাজেশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা
ইটার্নিটি
এই যে এত কথা বলছি
শুনছ না
তুমিও বলে চলেছ
শুনছি কই!
এইসব কথারা অবিনশ্বর কাঠামো নিয়ে
রয়ে যেতে যেতে নিভে আসছে
ছাই জমে উঠছে অনভিপ্রেতের পাথরে
তাকে ঘিরে স্রোতও ঘুরে যাচ্ছে যথারীতি
সম্পর্ক কৌটোয় রাখা ভ্রমর উড়ে চলে গেলে
পড়ে থাকে প্রত্নতত্ত্বের মত ক্লিন্ন পরাগ
অর্গ্যাজমের ফসিল থেকে নিরবচ্ছিন্ন শীৎকার খুঁজে নিয়ে
মিসিং লিঙ্কের বৃত্ত সম্পূর্ণ হয়ে ওঠে…
ভূমিকা
দ্বিধাই সমস্ত অসমাপ্ত মুহূর্তগুলোয় সাথ দিয়েছে
নিরাসক্তির বর্মের ভেতর ঝঞ্ঝাটহীন বেঁচে থাকায় ছিপ ফেলেছে
যদি দু-একটা মিলে যায়…সম্ভাব্য মিথের শরীরে যাপনপ্রক্রিয়ার ইতিহাসের পৃষ্ঠারা
তখন উড়ে যাচ্ছে দেদার হাওয়ায়…তুমি খুঁজে পাচ্ছো আকাঙ্খিতকে আর
কথা দিয়েও না রাখা নিয়ে খুব একটা তাড়িত হয়ে পড়ছ না
কিনার থেকে ফিরে আসতে আসতে আমি আরেকটা উপসংহার নিয়ে
গল্প বলার যুৎসই ফুরসত পেয়ে যাচ্ছি
0 Comments