অফুরান দিনের জন্য

গৌতম হাজরা on

ofuran_diner_jonyo

একটা অফুরান দিনের জন্য চাই
রোদ ঝলমলে এক সুনীল আকাশ
যে আকাশে আলোর ঘনত্ব মাপতে মাপতে
আমরা ম‍্যানুস্ক্রিপ্ট বানাবো নীল কুড়ানো জলে
আর সেই জল থেকে উঠে আসা পরিদের ডানায়
আমরাও সেঁধিয়ে যাবো ভূমিকায় ক্রমাগত
তারপর একটা বিশাল পরিভ্রমণ
যে ভ্রমণে বর্ণমালা জূড়ে থাকবে পরিবার পরিজন
আর পারিপার্শ্বিক মানুষের ইদানীং গুলিয়ে ফেলা
সমাজের দিনলিপি ও তার সুখ্খ‍্য সমীকরণে
অবশেষে লেখা হবে উপসংহার

চিরুনীতল্লাশীর মতো পায়রা আর আশ্চর্য উল্লাসে !


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


গৌতম হাজরা

জন্ম : হাওড়ার শিবপুরে ১৯৫৬ সালে‌ । কবিতা লেখার পাশাপাশি ছড়া ও প্রবন্ধ লেখেন। কবিতার বই : নীল আগ‍্যা'ন ও এলোমেলো পদ‍্য, বাইরে জলের শব্দ, ছুঁই, তূমুল বৃষ্টিতে ভিজে, বইমেলার মেয়ে, আলপথ ইত্যাদি। ছড়ার বই: মেঘ চলেছে মেঘের বাড়ি, উলুক ঝুলুক মুলুক দেশে, ছড়িয়ে দিচ্ছি। পুরষ্কার : ত্রিবৃত্ত পুরষ্কার, আমি পুরষ্কার, শৈব‍্য ভারতী পুরষ্কার, বনানী পুরষ্কার, কথাস্বপ্ন পুরষ্কার। সম্পাদক :প্রতীতি। সহ সম্পাদক: কবিসম্মেলন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।