নীলাদ্রি দেব-এর কবিতা
এর সবটা কবিতা নয়
এসব
এমন সমস্তটার শেষে
শুকনো বিদ্যুৎ ও সীমানা প্রাচীর
আলোর ভেতরে আলো গেঁথে দিলে
যতটা অন্ধকার প্রয়োজন
চুঁইয়ে
বোধিগাছের পরাগ সংযোগ
ফড়িংএর ডানায় ছায়া
আমাদের আইবল মুভমেন্ট ও অন্যান্য
শূন্য আস্তিনের পাশেই টিকিট, শেষ স্টেশন
গল্প
মাঠ সংক্ষিপ্ত হয়ে আসছে
এটা বড় কথা নয়
বরং মেঘ নিয়ে কথা হোক
মেঘের শরীর কেটে যাবতীয় জ্যামিতি
আর ম্যাজিক রঙের পৃথিবীতে
সমস্ত গল্পই ভীষণ অসম্পূর্ণ
সরীসৃপ
অনন্ত আকাশের পেটে মানুষেরই ছায়া
ছায়া বাড়ে, ছায়া কমে
মানুষের বিপ্রতীপে বর্গক্ষেত্রের ভেতর
ঋতু পরিবর্তন হয়
তির্যক রেখা দুটো ছেদ করে, বিন্দু
চুইয়ে পড়ছে আলো
অস্তিত্ব থেকে গড়িয়ে নামছে
শীতঘুম পরবর্তী সরীসৃপ
ছায়া
অস্ত্রসঙ্গীতের নির্দিষ্ট একটি সুর আছে
বন্ধুঋণগুলো উহ্য থাক
সাপলুডো থেকে সাধারণত একটি মেরুদণ্ড
ইউক্যালিপটাস হয়ে ওঠে
কোথায় প্রাজ্ঞবন, সিনথেটিক ফিল্ড টার্ফ
ছায়াহীন ঘোড়দৌঁড়ই
ছায়াকে অবিশ্বাস করতে শেখায়
এর সবটা কবিতা নয়
এসব
এমন সমস্তটার শেষে
শুকনো বিদ্যুৎ ও সীমানা প্রাচীর
আলোর ভেতরে আলো গেঁথে দিলে
যতটা অন্ধকার প্রয়োজন
চুঁইয়ে
বোধিগাছের পরাগ সংযোগ
ফড়িংএর ডানায় ছায়া
আমাদের আইবল মুভমেন্ট ও অন্যান্য
শূন্য আস্তিনের পাশেই টিকিট, শেষ স্টেশন
0 Comments