কৃষিকর্ম বিষয়ক

সুমন কুণ্ডু on

krishikormo_bisoyok

।। এক ।।

জামাগুলো পড়ে আছে কেমন একটা ফালতু 
রোদের ভেতর 
 যখন সূচিপত্র ছাপা হচ্ছে 
প্রশ্নাতীত সময়ে কৃতার্থ মজ্জা 

 ভাইরাস ও চুমুর সম্মোহনে 
 দিগন্তরেখা সিল হতে হতে 
 ছোট ছোট ঘর, ছোট ছোট দেশ 
 এভাবে গ্রীষ্মকাল দীর্ঘ হয়ে আসছে 

।। দুই ।। 

 বিস্তারের প্রসঙ্গে 
    জলবায়ু অনুষঙ্গ 
  মনে পড়ছে  
     বিরোধগুলোর কথা 

।। তিন ।। 

কিছুটা জুন নিয়ে আসার কথা ভাবা হচ্ছিল 
 যেখানে পলাশের ছাতা নেই 

 সব হাততালি কলমি-শাক 

যার জুতো বাঁধার ভঙ্গিমায় 
বানজারা রাখালের বুকে বিঁধে থাকা মন্ত্র 
 খিদে, এক আশ্চর্য প্লাবন 

 বর্ষা প্ররোচনা ঘনিয়ে উঠছে
                       শেষ রাতে 

।। চার ।

 সমগ্র মাঠ জুড়ে দিলে একটা জানালা 
 ফ্রেম, কীটনাশকের ধোঁয়া, ধুলো 
উহ্য কোনো যতিচিহ্নের মতো 
   একটা আবডাল  

আরো একটু প্রয়োজন ঘামের 
 আহা! হাতের আগুনে শস্য 


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সুমন কুণ্ডু

জন্ম উত্তর চব্বিশ পরগণা জেলার শ্যামনগরে । বিজ্ঞান বিভাগে স্নাতক, বর্তমানে পেশায় কর্পোরেট সংস্থায় চাকুরিরত । মূলত বেশ কিছু লিটল ম্যাগে নিয়মিত লেখালেখি করেন ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।