জীবনের চোখ
ইউক্যালিপটাসের গন্ধ বড় প্রিয়, দারুচিনি দ্বীপে গেলেও
ভয় হয়, পাছে সে গন্ধ আমায় তাড়া করে।
জাড্য ভালো বুঝি না। বায়োলজি না বুঝেও গন্ধেই হরমোন
ক্ষরণ সূত্র আঁকড়ে রাখি প্রাণপণ।
পরকীয়ার মতো গোপন প্রেমে যাবতীয় ইউক্যালিপটাসকে
লুকিয়ে রেখে ঘুমিয়ে থাকি সামাজিক বিছানায়।
ঘুণাক্ষরে বালিশকেও কিছু জানাই নি।
0 Comments