ইর-ফানি ম্যাজিকগুচ্ছ

অর্কায়ন বসু on

[মোহাব্বত হ্যায় ইস লিয়ে জানে দিয়া, জিদ হোতি তো বাহমে হোতি…]

রাতের আদরে নেমে দাঁড়িয়েছে ডানাওয়ালা চাঁদ।

সরীসৃপ ঘোড়ার ভেতর শাদা এক অলৌকিক খুব
হিমের পিয়ানো…

উড়ন্ত ফ্যাকাসে ঘড়ি ভরহীন কাঁটার গোলাপে স্থির,
এই নিভুমোম ফুলের আলোয় ধ্যানস্থ ঝর্ণা মহাস্থবির,
রীডহীন!
আদিম নৌকোয়…

আকাশ পেরিয়ে এক আলেয়াধনুক।শস্যময় চুমু।
জন্মের ভেতর তবু তু লো তু লো সাধ আর
নক্ষত্রসমাধি!

রূপোলী জার্নাল ফেলে চলমান কোলাহল
নিগূঢ় আশ্চর্যের ভেতর
ক্রমশ বেগুনি চুলে মায়া বেঁধে যায় তাঁর…

পায়ে অনেকটা ডুবে আছে ঘুমের আতর
এই কাঠামোর নিচে জলাজঙ্গল ডাহুকের।
লিটমাসপোড়া অন্ধ বুক খনিজ…

ট্যাক্সির চলে যাওয়া শোনো অনন্ত খয়রাত জুড়ে
মুছে মুছে আসে ভোর,সাথে তার ধূসর সওয়ারি

স্নিগ্ধ কাক।কলিজাফলক বর্ণময়…

গোলাপি টিফিনবক্স।হাওয়ায় খোবলানো ক্রুশের মাঠ।ভগ্নাংশচোখ।ঘুমের ভেতর ওই ফুলে ওঠা হলুদ ক্যানভাস।গড়পড়তা জ্যামিতি।চাঁদের কোটরে ম্লান উল্কালিপিজুড়ে সবুজ সবুজ শব,শিশুদের চোখ।তুন্দ্রাবনময়…

দেখতে দেখতে বল হয়ে ওঠে সমস্ত পৃথিবী…

দৌড়ের মাঠ অমাবস্যাতিথি। চড়া রোদ্দুরে হরিণ শিখেছে খুর।চরাচরজুড়ে একেকটা বেলুন খসে গ্যাছে স্বপ্নময়।পিশাচিনীকাল ভেসে গ্যাছে পার্থিব…

এই লিরিক বুনে বুনে স্বরলিপি ক্ষয়ে থাকে।ফুটে ওঠে
সব ভুলে যাওয়া ধারাপাত ব্যালকনিময়

খেয়ামাস্তুল সেই প্রাগৈতিহাসিক সমাবেশ…

লাস্ট ট্রেন থেমে যায় ধোঁয়ার মন্থনে।ঝাঁপ দ্যায়
সিগারেট তামাটে হাতের পর্দায়!
ক্যাসিওপিয়ার মেঘ চিঠিতে বোলায় অলীক অক্ষর…
জন্মশ্যাওলা ধুয়ে ফ্যালা লোক পরিযায়ী দেবযান।
কী স্তব্ধ এই অন্ধকার আঙুরগাছ!কী নম্র…

কোয়ারেন্টাইন বিচ্ছেদ জ্বলে ওঠে জলদমন্দ্র স্বপ্নে…
একবার।

বাবুমশাই!…

নিভে যায়, নিভে যায় মাদারির খ্যালা…

গর্ভকাল ফিরে আসে শস্যজাতকের স্তনে
গভীর দুধের হলুদে


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অর্কায়ন বসু

জন্ম - ১৯৮৬। কলকাতা। প্রথম কাব্যগ্রন্থ - কর্কট রাশির জাতক (২০১৯)। কবিতা ছাড়াও অণুগল্প এবং প্রবন্ধ চর্চায় আগ্রহী।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।