ঘুম ঘুম প্রেম

শুভায়ু দে on

ghum_ghum_prem

(১)

প্লাস্টিক
অর্ধ নিমীলিত রাত
মুড়ে ফেলেছে আমায়
কুচি কুচি কাটা গ্রীন হাউস নেশা
প্রেম জানে,
কতটা তন্দ্রা এসেছে আমার।
আর জানে ওই কলে বন্দী ইঁদুর।
রাতে খেতে এসে আমরা দুজনেই আটকা পড়েছি।

(২)

স্বপ্ন ছিল ইতালির, তুমি বলেছো ফ্রান্স
আর আমাদের বিক্রি না হওয়া পংক্তিরা
ভেবেছে, এই ঘরই তো সব।
চালচুলোহীনদের কলম,
ভাবলেই ভিবজিওর।

রাত হলো, খাবার বেড়েছে স্ত্রী। তারপর ঘুম।
এবার টয়ট্রেনে সিমলা গড়িয়ে নেমে পড়ব হানিমুনে, একসাথে। কথা দিলাম।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শুভায়ু দে

পেশায় দন্তচিকিৎসক।জন্ম হুগলীর রিষড়াতে।সড়গড় পত্রিকায় প্রথম লেখা শুরু ক্লাস ফোরে।তারপর গৃহশোভা, কালিমাটি, ছোটদের প্রসাদ, হুল্লোড়, ম্যাজিক ল্যাম্প,শ্রমণা,একপর্ণিকা, হ্যালোটেস্টিং বাংলা কবিতা সহ নানা পত্রিকায় প্রকাশিত হয়েছে লেখা।এছাড়া সুখবর, উত্তরের সারাদিন,সাতসকালের মতো সংবাদপত্রেও লিখে চলেছেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।