দ্বীপ-এর নীরবতা ঘুম হয়ে আছে

প্রতাপ হালদার on

dwip-er-nirobota_ghum_hoye_achhe

.

গানবালা

নৌকা ভিড়িয়ে রাখা জেলে
খালোই করে গান আনে
উনুনের দিকে
এ গান          নির্ভার করে
পাটি পেতে
গোড় পেরে নেয় খানটিক।

.

মানুষ

সাড় পাচ্ছি না, থুতু গিলে খাচ্ছি
এক সময় জলের বালির মতো
থিতু
ভাত পেলে
খুঁজে পাই নিজস্ব মথ
এভাবেই মিশে আছি তোমাদের ভেতর।

.

জমি

কেয়ারি করা বাগানের পাশে
আমি পতিত
আয়না-থোওয়া প্রেমিক
ঘাসে বসে
বিকেলের চাঁদ আলো নিয়ে আছে
নদী কে সৌখিন করবে ব'লে

.

মুলুক

বেলনার নীচে কেমন কাঁচারুটি ঘোরে
আমি চেয়ে থাকি
চেয়েই থাকি
খিদে বাড়ে
আমাদের মুলুক
এমনই বেঁচে থাকে অনাহারে।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


প্রতাপ হালদার

জন্ম শান্তিপুর , নদিয়া। স্নাতকোত্তর, পেশা গৃহশিক্ষক। প্রকাশিত বই ডোয়া (২০১৯)। কবিতা আশ্রম, গোরাগাঙনি, খেয়া , রাঢ় বনতলি পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।