দুইটি কবিতা

গোবিন্দ সরকার on

duiti_kobita_gobinda_sarkar

শিকার

সূর্য ডোবার বয়স হলেই—
বুকের ভিতর অমা ঘনিয়ে আসে
ক্লেশগুলো ঘুম পারিয়ে দেয়
নিরব নিশীথ শুধু আমার দিকে চেয়েই থাকে
দুধের শিশুটির মতো।

ব্রাহ্মমুহূর্তটা আমার পেশাদারী ঘুম।

রোজ ফোরনের চিৎকার শুনে ঘুম ভাঙে
ঝনাৎ করে যুদ্ধ শুরু হয় হয়।
লকলকে জিভটা বেড়িয়ে পরে শিকারে—
চা তারপরে ব্রেকফাস্ট।


দায়িত্ব

চাঁদ যখন দেঁতো হাসি হাসে
আমি তখন কবিতাযাপন করি
ল্যাম্পের আলোয়,মাদুর পেতে বারান্দায়।
শব্দেরা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে
চিৎকার করে কিছু ভাবনা
আমার দ্বারায় কিছু লিখিয়ে নিতে চায়।
আমি নাছোড়
কবিতার দায়িত্ব আমি নিতে পারিনা
পারলে একটা বৃক্ষের দায়িত্ব দাও।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


গোবিন্দ সরকার

জন্ম ১৯৯৫ সালের, দঃ দিনাজপুরের কুশমন্ডি থানার অন্তর্গত এক প্রত্যন্তর গ্রাম সরলায়। ইংরেজী সাহিত্যে স্নাতক। বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত। সাহিত্যের সাথে অবিরাম সখ্যতার কারণেই লেখকের কলম ধরা। লেখা শেষে খাঁচা থেকে বেরিয়ে আসা পাখির মতো মুক্তির স্বাদ পান। যদিও লেখার থেকে পড়তেই বেশি স্বচ্ছন্দবোধ করেন। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখেন। প্রকাশিত বই "ডায়েরির পরীরা" (২০১৯)।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।