দৃশ্য কাব্য

মামনি সরকার on

drishyokabyo

দৃশ্য – ১

বাইরে বৃষ্টি পড়ছে। বর্ষাকালের আকাশ। এইভাবে দরদরিয়ে বৃষ্টি পড়লে উদাস হয়ে আসে মন, ভারি হয়ে আসে দুচোখ। কারো কথা মনে পড়ে , ঠিক কার কথা বলতে পারি না। শুধু মনে হয় প্রত্যাখ্যানের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে কর্কশ মাটির বুকে।

দৃশ্য – ২

একটু আগে একটা বাজ পড়লো। হয়তো কোনো গাছে কিংবা কারো ভরা সংসারে। এরকম হামেশায় পড়ে। বাবা বলে দোধিচির হাড় দিয়ে তৈরি হয়েছিল বজ্র, ইন্দ্র এখনো তা সচল রাখতে পরখ করে নেয় মাঝেসাঝে।

দৃশ্য – ৩

বৃষ্টি আরো জোরে নামলো। মখমলের মত সবুজ ঘাস ধুয়ে যাচ্ছে শ্রমণ তরঙ্গে। একটা সাপ বেড়িয়ে এলো ডাই করে রাখা ইঁট গুচ্ছের ফাঁক দিয়ে। সাড়ে তিন হাত বপু খুঁজে বেড়ায় ক্ষুধার মায়া চুমু। এভাবে কত শরীর খুঁজে চলে আসন্ন মৃত্যুর আয়ু। কত জীব গিলে ফেলে শেষ তৃষ্ণিত ঢোক। ছবির মত সাজানো শিকারকে আমরা ‘খাদ্যচক্র ‘ নাম দিই ।

দৃশ্য – ৪

একটা ক্ষুধার্ত বক হাঁটু জল ভেঙে উড়ে এসে বসলো শ্যেন চোখ নিয়ে। ঝুপ করে তুলে নিলো ডোবা পালানো মাছ। শিকার শিকারীকে চিনলো। শিকারি শিকারকে চিনলো। শুধু একে অপরের কাছে করা ঋণের বোঝা তুলে রাখলো মৃত্যু রেখার আরাম কবরে।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।