ছুড়িটো

উই ছুড়িটো?
তুই কি পাগল হুইন গেলছিস নাকি!
হক্কলের সামনে দাঁড়িং ছুড়াটোকে জড়িঙ ধরলিক!
তুর কি শরুমটো লাই!
কত্ত বড় বড় মাইনষেরা ঘুরাঘুরি করছেক।
আর তু কিনা চুখের মাথাটো খেঙচিস!
আহা রে বড় লুকের আদর গুলান
বড় বড় দালানটো হাজ্জার থাইকতে পারেক
তুরা সমাজটোতে বাবুদের মুতুন ইখ্যানে উখানে
যিতেটো পারিস বটেক
উয়ার ঘাড়ে তু, তুয়ার ঘাড়ে উ
লটাপটিটো কইরতে পারিস কেনে!
তা বুলে তুরা বাহিরটোতে আমাগো পোলাপান হোয়্যা ইসব করবিক!
না না আমরা মানবক না ইসব!
আমাগো শরুম লাইগছে।
আমাগো সমাজটো
ই সংসারটো তুদের লিগ্যা পানশালাটো লয় বটে!
ইখ্যানে যিয়ারা থাকে
তারা মাইনষের পোলা পান।
তুদের মুতুন ল্যাংটা লয় রে!
0 Comments