ছুড়িটো

সুনন্দ মন্ডল on

উই ছুড়িটো?
তুই কি পাগল হুইন গেলছিস নাকি!

হক্কলের সামনে দাঁড়িং ছুড়াটোকে জড়িঙ ধরলিক!
তুর কি শরুমটো লাই!
কত্ত বড় বড় মাইনষেরা ঘুরাঘুরি করছেক।
আর তু কিনা চুখের মাথাটো খেঙচিস!

আহা রে বড় লুকের আদর গুলান
বড় বড় দালানটো হাজ্জার থাইকতে পারেক
তুরা সমাজটোতে বাবুদের মুতুন ইখ্যানে উখানে
যিতেটো পারিস বটেক
উয়ার ঘাড়ে তু, তুয়ার ঘাড়ে উ
লটাপটিটো কইরতে পারিস কেনে!

তা বুলে তুরা বাহিরটোতে আমাগো পোলাপান হোয়্যা ইসব করবিক!
না না আমরা মানবক না ইসব!
আমাগো শরুম লাইগছে।

আমাগো সমাজটো
ই সংসারটো তুদের লিগ্যা পানশালাটো লয় বটে!
ইখ্যানে যিয়ারা থাকে
তারা মাইনষের পোলা পান।
তুদের মুতুন ল্যাংটা লয় রে!
         


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সুনন্দ মন্ডল

জন্ম- ১৯৮৯। শিক্ষা- এম.এ(বাংলা), বি.এড, বর্ধমান বিশ্ববিদ্যালয়। পেশা- বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা। নেশা- কবিতা লেখা। প্রকাশিত কাব্যগ্রন্থ- "এবং আমি"(২০১৭), "প্রতিবন্ধকতা"(২০১৮)। যৌথ সংকলন- "কবিতা কোলাজ", "কবিতা কোরাস", "সোহাগ প্রজাপতির ফুলশয্যা"। সম্মান- নক্ষত্রানি(ctn tv - চ্যানেল)

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।