মৃত্যু ভয়

মাসুদ বড়া on

আনন্দধারা ঝরে হাসির বার্তা নিয়ে,
কত স্তব্ধ মুহূর্ত এলো সন্ধ্যা ঘনিয়ে।
জীবন্ত সব ছবি ছবি অ্যালবাম জুড়ে,
বাতাস কম্পমান বেদনার সুরে সুরে।
হাসি খুশি এলোমেলো আবছা মুহূর্ত কথা,
ফ্যাকাসে মুখে দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় ব্যথা।
জীবন স্রোতে এলোমেলো স্মৃতির ভিড়,
বার্ধক্য জমানো শেষ প্রানবায়ু অস্থির।
ভয়ের আড়ালে সাহসে ঘুন ধরে যায়,
নিথর দেহের হাতছানি শুধু কুঁড়ে খায়।
চঞ্চল জীবন ঘিরে মায়ার আবরণ,
মৃত্যু ভয়ে আতঙ্কিত সাদা কাফন।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন

Categories: কবিতা

মাসুদ বড়া

নবীন কবি মাসুদ বড়া জন্মগ্রহণ করেন ১৯৯৯ সালে পূর্ব বর্ধমান জেলার বারারী গ্রামে।বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্র। তার লেখালিখির শুরু খুব ছোটবেলায় ,বিদ্যালয়ের দেওয়াল পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ,তারপর কবিতা আশ্রম,কথাসাহিত্য সহ আরো বেশ কয়েকটি পত্র পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে,২০১৮ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ "বিকলাঙ্গ সহবাস" এবং সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ "বিয়োগ চিহ্নের সন্ধি"।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।