ভয়

বিশ্বনাথ লাহা on

কতোটা ডুবেছি আমি আকাশ জানেনা 
আমি কি জানি ! ভেসে ওঠে••• ওরা কারা ? 
ক্ষুধা নিবারণ কোন কৌশলে ! বাসযোগ্য ভুমি 
তুমি !  তুমি ? তুমিও তো পাশে নেই । কেউ ই  
ঘরমুখো হয়না তো আর ! কিছুই দেবার নেই!
শুধু কাঙালের হাত••• পাঁজরের ভেতর । জলে
নাকি জীবনের জ্যোতি ! পদ্মপাতায় তবে কার 
টলমল স্থিতি ? নিকাশি নালায় গড়িয়ে পড়েছি 
সেদিন••• ফিরে কি তাকিয়েছো কেউ ? 
সমুদ্র জানে এসবের মানে, ছিঁড়ে তছনছ করে
পাহাড় প্রমাণ ঢেউ ! কতোসব যন্ত্রণা, ঝড়ঝঞ্ঝা 
জলের গভীরে ! রেখেছো কি খোঁজ প্রবালদ্বীপে 
কতো রক্তের সঞ্চয় ? ওই সব রঙিন জল-দেশে
শ্যামল-শৈবাল আর জল পরীদের ওড়া উড়ি ! 
দেখো সব জলের ই গান গায় ! ফিরবো না আর 
জন্ম ভিটেয় ! ভীষণ সামুদ্রিক আমি, বুঝে গেছি 
সব ! লৌহকনিকা জানি রক্তেই ভাসমান আর 
তোমাদের ওতেই জং এর ভয় !

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন

Categories: কবিতা

বিশ্বনাথ লাহা

জে, এম, সরণি, মঙ্গলপুর, বালুরঘাট, জেলা -- দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত । জন্ম- ১৫ ডিসেম্বর ১৯৫৩, বালুরঘাটের নিকটবর্তী গুঞ্জরপুর গ্রামে । তিওড় কৃষ্ণাষ্টমী হাইস্কুলে পড়াশুনা চলাকালীন কবিতা ও জ্যোতি পত্রিকায় সম্পাদনার হাতে খড়ি । ১৯৭২ সালে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক এর পর বালুরঘাট মহাবিদ্যলয়ের প্রাতঃবিভাগে অসম্পূর্ণ কলেজ জীবনের সাথে ' খুঁজে বেড়াই ' সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং দুই বৎসর কাল কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের অধীনে...। অতঃপর পারিবারিক ইজ্ঞিনীয়ারিং ওয়র্কশপে রুজিরুটির সন্ধানে একসময়ে কবিতা লেখার সঙ্গে লেদ, মিলিং, সেপিং, ক্র্যাংকগ্রাইন্ডিং, ঢালাই, ওয়েল্ডিং এর কাজ সহ বহুবিধ মেসিন ডিজাইনের কাজ করার সুযোগ ১৯৭৬ এ অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিভা বনিকের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ । যখন পুত্র বোধিসত্ত্ব মহারাষ্ট্রে অটোমোবাইল ইজ্ঞিনীয়ারিং পাঠরত তখন একমাত্র কন্যা কবি ও গল্পকার বর্ণালী (২৯ জুলাই ২০০৫) ভুল চিকিৎসায় প্রয়াত হন । এখন সহধর্মিণী বিভা, পুত্র বোধিসত্ত্ব, পুত্রবধূ রিঙ্কি ও নাতি বেদান্তীন কে নিয়ে জীবন যুদ্ধের সঙ্গে নানাবিধ সেবামূলক কাজের সাথে জড়িত এ এক ব্যতিক্রমী কবি জীবন । প্রকাশিত গ্রন্থ : ১.দাগ ভাগ ও অন্যান্য — ১৯৯৪ ২.দূরবর্তী বালুকণা — ১৯৯৮ ৩.কাচঘর ও মীণজন্ম — ২০০৪ ৪.জল যাই জল আসি — ২০১০ ৫.নির্বাচিত কবিতা — ২০১২ ৬.অন্য জল ভিন্ন আকাশ — ২০১৩ ৭.পঁচিশটি কবিতা — ২০১৪ ৮.দোলজাতক — ২০১৫ ৯.জলকথা — ২০১৫ ১০.টুপুস জলের শব্দ. — ২০১৬ পুনর্মুদ্রণ — ২০১৭ ১১.জলজন্ম এবং — ২০১৭ □ অনুবাদ ( ইংরেজি ) : ঠাকুমার জন্য একটি কবিতা — ২০১৪ অনুবাদক - অধ্যাপক বিপ্লব কুমার মন্ডল □ সম্পাদনা : ' খুঁজে বেড়াই ' সাহিত্য পত্রিকা পুরস্কার ও সম্মাননা : স্বর্ণকলম সাহিত্য সম্মান- 'সারঙ্গ সাহিত্য পত্রিকা' ২৮ সেপ্টেম্বর ২০১৪, আকাদেমি সভাঘর । গুণিজন সংবর্ধনা-- 'মেঠোপথ' দশমবর্ষ পূর্তি উদযাপন উৎসব,মহিপাল, ৫ এপ্রিল, ২০১৫ । উত্তরবঙ্গ সাহিত্য সম্মান - রোববারের সাহিত্য আড্ডা, ইসলামপুর,২৮ জুন, ২০১৫ । অমল রায় স্মৃতি পুরস্কার - কালকন্ঠ সাহিত্য উৎসব, বুনিয়াদপুর, ২০১৫ । সারস্বত সম্মাননা - শেরপা সাহিত্য সম্মান ৮ আগস্ট, মালদা টাউন হল, ২০১৫ । ‘নৈবেদ্য’ সমরেন্দ্র নাথ বসু ও শিবানী বসু স্মৃতি পুরস্কার ২০১৬ । পরম্পরা সৃজন সম্মান ২০১৬ - বাংলা আকাদেমি সভাঘর কলকাতা ২৭ ডিসেম্বর, ২০১৬ । সম্মান অর্ঘ - আন্তর্জাতিক প্রেষণা সাহিত্য উৎসব, মালদা ২১ ফেব্রুয়ারি ২০১৬ । ‘বকুল দত্ত স্মারক পদক’ - পশ্চিমবঙ্গ ছোটপত্রিকা সমন্বয় সমিতি, ১১ মে ২০১৬, জীবনানন্দ সভাঘর । সরস্বতী সম্মান - নক্ষত্রবীথি, জলপাইগুড়ি ২রা জুলাই, ২০১৭ । সম্পাদকের সম্মান - উত্তরবঙ্গ সাহিত্য উৎসব ২০১৭, রোববারের সাহিত্য আড্ডা, ১ মে ইসলামপুর, উত্তর দিনাজপুর । কালকন্ঠ সাহিত্য সম্মান ২০১৮ - কালকন্ঠ সাহিত্য উৎসব,বুনিয়াদপুর ৭ জানুয়ারি, ২০১৮ । স্মারক সম্মান ২০১৮- প্রতিস্বর আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান, বালুরঘাট ।সম্মাননাপত্র - ৭ম হাওড়া কবিতা উৎসব ৮ জানুয়ারি, ২০১৭ । সম্পাদকের সম্মান - উত্তরবঙ্গ সাহিত্য উৎসব ২০১৭ । অসীমা স্মৃতি সম্মান - মস্করা সাহিত্য পত্রিকা ১লা বৈশাখ ১৪২৫ । মালীবুড়ো স্মারক সম্মান ২০১৮ - ৩ অক্টোবর ২০১৮ ।

1 Comment

বিশ্বনাথ লাহা · ডিসেম্বর 31, 2018 at 12:29 পূর্বাহ্ন

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।