স্বাধীনতা
১
আমার আর দুঃখ হয়না, স্বাধীনতার শেকল ছিড়তে পেরেছি।
ইচ্ছের মৃত্যু ঘটে যখন, দোষ খুঁজি না তেমন আর
বাঁধতে পারি না
কুড়োতেও তো জানিনা
জড়তা আসে
আঁধারের ঘুম ভাঙিয়ে,
একান্তে জলের নীচে ঘুমিয়ে পড়ি।
২
কান পেতে বসে রয়েছে বাতাস
নির্বোধ তো নও, তাই ডানা পেলে উড়ে যেও
একা একা ঝড়ের মতো ||
0 Comments