শামিয়ানা

অয়ন কর on

বহুদূর থেকে দেখি আরোও দূর
অসীম দূরত্বে দুজনে দাঁড়িয়ে আছি
বয়স বলে গেছে “মুক্তি আসবে তাড়াতাড়ি”-আরেকটু দূর—
তবুও ছুঁয়েছে ফেলে আসা একটা বয়স। সেই ছায়াকে সম্বল করে বাঁচি।

বয়স স্থির হয়ে আছে।
খেলনাবাটি পুতুলখেলা শুধুই এখন স্মৃতি
ফিরে আসা তবু সেই পুরোনো অস্তিত্বের কাছে
সব ভুলে যেতে হবে কালের নিয়মে!—এই তো বাঁচার রীতি!

মাটির উঠোন। নিকোনো দেওয়াল। টিনের চালে শামিয়ানা
ছেলেবেলার গা-ভেজানো বয়স হচ্ছে ফিকে
শৈশব তবু যেন ব্যথা। দিতে হবে বয়সবৃদ্ধির পরোয়ানা
আমরা ছুটছি শৈশব খুঁজে পাবো বলে একদিক থেকে অন্যদিকে।

শামিয়ানা রঙ। রামধনু চাদর। এখন জীবন খুঁজে ফেরে
বয়স সীমানা চেনে। তবু পড়ে থাকে বুক বেঁধে শৈশবের প্রাচীরে।।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অয়ন কর

এখন একাদশ শ্রেণীতে পাঠরত। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে। কবিতা লিখতে ভীষণ ভালোবআসেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।