লড়াই

উদয়ার্ণব on

কোথাও ছিলাম না আমি, ছিলাম না স্বর্গে, নরকের বাইরে
সুরক্ষিত আহারের ভেতর জমে উঠেছে রক্ত বমি
কেবল পশ্চাৎপদ কাদায় গোড়ালি চুবিয়ে ভরিয়ে তুলেছে
সোনালী ফলন,

কোন সঠিক বিষয় বুঝে নেবার আগে ধর্ষিত হয়েছি বারংবার
এ সমাজে বিবেকহীন
পুঁজির বিকৃত স্বস্তিবাচন -এ সাজিয়ে তোলে আত্মহননের মিথ্যে কৌশল
তথাপি আচমকিত মৃত্যুর শিরোনাম
সাম্প্রদায়িক ক্ষুধার নিবৃত্তি জানে না

অজস্র রক্ত বয়ে চলছে আমাদের বালিশের পাশে দিয়ে
অজস্র মানুষ যন্ত্রণায় শিরদাঁড়া আগুনে সেঁকে ভিড় করে আছে
কিংবা
সহস্র কলরব দমিয়ে রাখবার প্রবনতায় গুঁড়িয়ে দিতে চাইছে
জাতি – সমাজ – সংস্কৃতি

কোথাও ছিলাম না আমি ছিলাম না কালি ও কলমে
কবিতার পৃষ্ঠায়
কেবল দাঁড়িয়ে দেখছি মুখ ও মিছিলে
কি করে মেহনতী মানুষের কণ্ঠস্বর-এ আরো জোরালো হয়ে উঠছে
লড়াই এর তীব্র অহংকার।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।