রস
খুব যত্ন করে আঁখ চাষ করেন অনঙ্গ বাউল।
নিড়ান দেন,আগাছা নির্মুল,
সবুজ পাতাগুলো জড়িয়ে দেন আঁখের শরীরে–
রস হোক, আরও রস।
প্রতিদিন পোষা পিঁপড়া কে বলেন–
‘একটু সবুর করতে হবে বাছা’
রস হয়,
ঠিলির গায়ে আঙুলের ছাপ নিয়ে রস আসে ঘরে–
‘এই নাও বাউলের হিয়া-সম্পদ’
তারপর, আবার স্বপ্ন সন্ধান,
এক একটি দিগন্ত পেরিয়ে যায় এক একটি নুতন সূর্য,
মাঠের আঁচল ছুঁয়ে নদীর দোড়।
একদিন ঘরে ফিরে দ্যাখে
রসের বৈকুন্ঠে ডুবে আছে পিপিলিকার শব।
সে কী সাঁতার জানেনা!!
0 Comments