রস

শামসুল হক আজাদ on

খুব যত্ন করে আঁখ চাষ করেন অনঙ্গ বাউল।
নিড়ান দেন,আগাছা নির্মুল,
সবুজ পাতাগুলো জড়িয়ে দেন আঁখের শরীরে–
রস হোক, আরও রস।

প্রতিদিন পোষা পিঁপড়া কে বলেন–
‘একটু সবুর করতে হবে বাছা’

রস হয়,
ঠিলির গায়ে আঙুলের ছাপ নিয়ে রস আসে ঘরে–
‘এই নাও বাউলের হিয়া-সম্পদ’
তারপর, আবার স্বপ্ন সন্ধান,
এক একটি দিগন্ত পেরিয়ে যায় এক একটি নুতন সূর্য,
মাঠের আঁচল ছুঁয়ে নদীর দোড়।

একদিন ঘরে ফিরে দ্যাখে
রসের বৈকুন্ঠে ডুবে আছে পিপিলিকার শব।
সে কী সাঁতার জানেনা!!


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।