রক্তাল্পতা ও ভারতবর্ষ

একথালা গরম ভাত
পেটরোগা শিশু , কাদা গায়ে মাখামাখি
সারামুখ অনাবিল হাসির ফোয়ারা
আর্টিফিশিয়াল বিষন্নতা ক্যামেরার মগজে বন্দী ,
আন্তর্জাতিকতা গন্ধ ফটোশ্যুটে
প্রগাঢ় আত্মপ্রসাদ ।
একথালা গরম ভাত
গামলাভর্তি ফ্যান ,
ছোটবেলা
ঠাকুর্দার স্মৃতি
গফুরের মহেশ …
একগামলা ভর্তি ফ্যানে মিশিয়ে দেওয়া
তিনশো থেকে চারশো গ্রাম ‘ কালচার ‘
পূর্ব ভারতে সবুজ বিপ্লবআমার দেশ প্রোটিনের স্বল্পতায় কফিনবন্দী ।
গাঁটে গাঁটে নান্দনিক ব্যথা ,
রাতে শোবার আগে
একটা করে ফুরিক এইট্টি এম জি
পেটরোগা শিশু
একথালা গরম ভাত
আন্তর্জাতিকতা গন্ধ ফটোশ্যুটে
0 Comments