ভুলে যাওয়া ঘুমের ওষুধ

একটা পাথর থেকে আরেকটা
পাথরের দিকে স্থবির হেঁটে যাচ্ছি।
কাঁটায় মুহূর্ত বিঁধছে ; মুহূর্তে মিশে যাচ্ছে এলাচদানার মতো স্মৃতি।
এভাবে কি চলে যাওয়া যায়?
খিঁচে ধরা বুকের বোতাম কষ্ট পায়।
বোঝো না?
এসব খেয়াল খুশির মতো
হেসে উড়ে যাবে ফুল্লোরার গানে,
এসব অহেতুক যা খুশি তাই।
কি খুঁজছো বলো? আমায়?
আমি তো নেই।
না কাগজে আমার,
না ছাই-ছাই স্মৃতির আঁধারে…
তোমাকে ভাবছি পুনরায়।
কিছুই তো অপরাধ নয়।
এই প্রেম। এই ভ্রান্তিবিহার।
ভুলে যাওয়া ঘুমের ওষুধ…
0 Comments