ভালো আছি যেভাবে !

অমর কুমার পাল on

দিগন্তরেখা সেদিনও সীমাতেই থেমেছিল
উড্ডীয়মান পাখিরা আকাশে,
কদমগাছের শিকড় অগভীর তলে
আমার ক্ষুদ্র মন পূর্ণ দীর্ঘশ্বাসে ।

মহুয়াবনে সেদিন ছিল না মাতলামি
কুয়োর ছিল না তলানোর ডাক,
শিউলির গন্ধটা বড্ড সেকেলে
দুই একটা কথায় হত ক্ষিপ্র রাগ ।

পুজো পুজো গন্ধটা উবে গেছিল কবে
কুমোরটুলির মূর্তিরা পঙ্কিল শব,
ঢাকের কাঠিতে মন ছলকে না কেন
আঃ চারপাশে কেন বিরক্তিকর কলরব ?

বিদ্যুৎঝলকে তুমি জীবনে এলে একদিন
অন্ধকার উঠল হয়ে আলো,
রাজনীতির মৃতস্তূপের ভাইয়ের শবে বসে
তবু তো আছি আমি মুখ বুজেই ভালো ।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অমর কুমার পাল

জন্ম- ১৯৮৩, কোর্টপাড়া, বংশীহারি, দক্ষিণ দিনাজপুর। পেশা- শিক্ষকতা (সুদর্শননগর উচ্চ বিদ্যালয়) গ্রন্থ- ১.গল্পের ভুবন : আশাপূর্ণা দেবী (গবেষণা গ্রন্থ), ২. নরকে পারিজাত (উপন্যাস), ৩.নরকে সুধারস(অণুগল্প), ৪.নির্মাণ বিনির্মানে ভাষা ও সাহিত্য (গবেষণামূলক প্রবন্ধ), ৫.সমাজভাষিক সূত্র : তত্ত্ব ও প্রয়োগ (গবেষণা গ্রন্থ), ৬.গঙ্গারামপুরের কথ্যভাষা : সমাজভাষিক বিশ্লেষণ (গবেষণামূলক গ্রন্থ ) । পত্রিকায় লেখা- চষেল, কবিতা জগৎ, মেঠোপথ, কালকণ্ঠ, চেতনা, পারক, তিস্তা, উত্তরবঙ্গ সংবাদ, আজকাল, লোকায়ুধ, শ্রুতি, সাহিত্যচিন্তা, সংসপ্তক, ভিস, হিজল প্রভৃতি । এছাড়াও বহু সম্পাদিত গ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে সমাজভাষাবিজ্ঞান নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ ডক্টরেট ডিগ্রি লাভ । ছাত্র জীবন: বদলপুর উচ্চ বিদ্যালয়(মাধ্যমিক), বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়(উচ্চ মাধ্যমিক), হরিরামপুর কলেজ(স্নাতক), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়(স্নাতকোত্তর ও গবেষণা) ।

1 Comment

Tapas · এপ্রিল 16, 2019 at 12:17 অপরাহ্ন

Darun hoyace…keep it up sir ..

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।