ভালো আছি যেভাবে !
দিগন্তরেখা সেদিনও সীমাতেই থেমেছিল উড্ডীয়মান পাখিরা আকাশে, কদমগাছের শিকড় অগভীর তলে আমার ক্ষুদ্র মন পূর্ণ দীর্ঘশ্বাসে । মহুয়াবনে সেদিন ছিল না মাতলামি কুয়োর ছিল না তলানোর ডাক, শিউলির গন্ধটা বড্ড সেকেলে দুই একটা কথায় হত ক্ষিপ্র রাগ । পুজো পুজো গন্ধটা উবে গেছিল কবে কুমোরটুলির মূর্তিরা পঙ্কিল শব, ঢাকের কাঠিতে মন ছলকে না কেন আঃ চারপাশে কেন বিরক্তিকর কলরব ? বিদ্যুৎঝলকে তুমি জীবনে এলে একদিন অন্ধকার উঠল হয়ে আলো, রাজনীতির মৃতস্তূপের ভাইয়ের শবে বসে তবু তো আছি আমি মুখ বুজেই ভালো । |
1 Comment
Tapas · এপ্রিল 16, 2019 at 12:17 অপরাহ্ন
Darun hoyace…keep it up sir ..