ফিনিক্সের থিওরি , অক্ষরে

আম্রপালী দে on

কবিতা হলো কাঠকয়ালার আগুন ,
আর কবি হলেন দমকা হাওয়ার মতো ।

খাতায় ক্ষুদ্র আগুন বলয় রেখে
কখনো অবিন্যস্ত ভাবে দুএকটা অনার্য অক্ষর লিখে
গোবেচারা কবি
সম্পাদকের কাছে
নাম-গোত্র-বর্ণ লিখে প্রসাদ চড়িয়ে আসেন ।

তারপর রাত হয় । প্রজাপতিরা ঘরে ফেরার আগে একবার পেঁচার মাথায় চড়ে ঘ্রাণ নেয় । সমাজ তাকিয়ে দেখে কিভাবে উলঙ্গ জীবনকে উন্মুক্ত করতে করতে আর কিছুই অবশিষ্ঠ থেকে যায়না…

পরদিন ভোররাতে দরজায় টোকা দিয়ে
সংবাদ আর বিজ্ঞপ্তিরা ঘুড়ি ওড়াতে গিয়ে দেখে ,
কবির এক একটা অক্ষর কবিতা ছুঁড়ে প্রসাদের ভাঁড় ভেঙে গুঁড়ো করে দিয়েছে…

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


আম্রপালী দে

জন্ম ১৯৯৬ সালে , ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় । খড়গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে বর্তমানে পাঠরতা । লেখালেখি করা হয় গত দেড় বছর ধরে । ভাস্কর চক্রবর্তী তার প্রিয় কবি , প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।