প্রশ্ন
কুয়াশার মতো সংশয় ঘিরে আছে আমাকে।
বিশ্বাসের চার দেয়াল ভেদ করে
ইচ্ছেমতো ঢুকে পড়ছে পরিচিত অন্ধকার।
তারপর সকলের অগোচরেই চলছে
যমে মানুষে টানাটানি।
অথচ আমি সময় ছাড়া অভিযুক্তের কাঠগড়ায়
দাঁড় করাতে পারছিনা আর কাউকেই!
‘কী’, ‘কেন’, ‘কীভাবে ‘, ‘আর কতবার ‘,
ইত্যাদি প্রভৃতির অব্যর্থ প্রশ্নবাণ এড়িয়ে পেরিয়ে
রক্তাক্ত কলম টলমল পায়ে এগিয়ে চলেছে
এক প্রাচীন বটগাছের সন্ধান করতে করতে।
আমারও কিছু প্রশ্ন আছে !!!
1 Comment
Kishore majumder · সেপ্টেম্বর 14, 2019 at 3:32 অপরাহ্ন
কি সুন্দরভাবে লেখা । আমি একজন গুণমুঘধ পাঠক তোমার । আরো আরো চাই ।