প্রজন্মের জন্য

শৈবাল চক্রবর্তী on

কবে থেকে বেঁচে আছো – হিসেব রেখেছ।
হিসেব রাখোনি আর কোনও খানে
যেখানেই গেছ, ফিরে এসেছ।
এলে যেতে হয়, তুমিই শেখালে
তাহলে গঙ্গাজল অপরাধী কেন!
ছেড়ে দাও স্থান – তাকেও শেখাও
নতজানু হতে সত্যির কাছে।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শৈবাল চক্রবর্তী

দক্ষিণ দিনাজপুরের তিওড়ে স্থায়ী ঠিকানা। বর্তমানে কোচবিহারে কর্মরত। বিভিন্ন ক্ষুদ্র পত্র পত্রিকা ও দৈনিকে লেখা প্রকাশিত হয়েছে। কবিতায় স্বাছন্দ্য বোধ বেশী। কবিতা বাদে গানের উপর টান।

1 Comment

সোহেল · মে 5, 2020 at 2:04 অপরাহ্ন

বাবুরে ভালো কবিতা লিখেছো

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।