পত্রিকা

তাপস দাস on

আমার একটি কবিতা
তোমার ডানহাতে স্থান পেয়েছে,
দুহাত এক করেছ,রান্নাঘরে
হলদি বাটছ

আমার দুটি কবিতা
তোমার দুকর্ণে ছেপেছে
শব্দ পাচ্ছ ঘূর্নিঝড়ের?

আমার আরো দুটি কবিতা
তোমার দুপায়ে আদর করছে
ভাবছ জীবন উভচরের…

আমার কিছু কবিতা তোমার বুকে অনন্তকাল
রাখছে ক্ষুধা
দুধের বাগান, চাঁদের বাতি
চলকে পড়ে, রাত বসুধা…

ঘুম কবিতা মদের মতো
জন্ম- জীবন, ছাপছে তোমার যোনির মুখে
কে সম্পাদক
ধন্য লিখি পত্রিকাতে…

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


তাপস দাস

জন্ম- ১৫ জানুয়ারী ১৯৯০। আলিপুরদুয়ার জেলার তপসীখাতা বসটারী নামক গ্রামে। শিক্ষাগত যোগ্যতা - বি.এ, আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজ। কলেজ জীবন থেকে কবিতার প্রতি ভালোবাসা ও লেখালেখি। প্রকাশিত কাব্যগ্রন্থ - ঈশ্বর পেয়েছি এক বুক।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।