নীরবতার চুপকথারা
অযথা পথ আগলাচ্ছো কেন ?
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, দলবৃত্তের দলছুট সংসারে
ছড়িয়ে আছে কিছু নীরবতা,
সেগুলো তুমুল ঝগড়া হলেও পারত।
হয়তো তাতে সম্পর্ক বেঁচে আছে, এটুকু বোঝা যেত।
ভোরের কুঁচকানো চাদরে লেখা
অন্তমিল হারালো যেদিন।
তুমি সোফায় আর আমি মেঝেতে
চার দেওয়ালের ঘরে পঞ্চম দেওয়াল গাঁথা শুরু হয়ে গেছে আসলে।
গদ্য লিখছি আমরা তখন,
অন্তর্জালে জ্বলছে সবুজ বাতি
0 Comments