গৌরবক্ষণ
ভালোবেসে কিংবা চিরাচরিত অভ্যাসে
কুড়িয়ে নাও গৌরবক্ষণ
চিনে নাও ছায়ার এপিঠ-ওপিঠ
অভিজাত নিদ্রা ছেড়ে উঠে এল
বিকলাঙ্গ আর বাউন্ডুলে দুই পুরুষ
অকর্মণ্যতার দোষ ভুলে এরা
শরিকি স্বার্থ নিয়ে কথা বলে
দয়া কিংবা মায়ার সব উদাহরণ
ঘামাচির মতো ছড়িয়ে আছে তামাটে শরীরে
কিছুটা অস্বস্তি আর কৌতূহল
লম্বা খামে পুরে রেখেছি
পাইকারি শস্যের গুদাম থেকে উঠে এল
চীনামাটি, ছিন্ন বস্ত্রখণ্ড আর হুঁকোর কলকে।
0 Comments