গৌরবক্ষণ

শিবাশিস দত্ত on

ভালোবেসে কিংবা চিরাচরিত অভ্যাসে
কুড়িয়ে নাও গৌরবক্ষণ
চিনে নাও ছায়ার এপিঠ-ওপিঠ

অভিজাত নিদ্রা ছেড়ে উঠে এল
বিকলাঙ্গ আর বাউন্ডুলে দুই পুরুষ
অকর্মণ্যতার দোষ ভুলে এরা
শরিকি স্বার্থ নিয়ে কথা বলে

দয়া কিংবা মায়ার সব উদাহরণ
ঘামাচির মতো ছড়িয়ে আছে তামাটে শরীরে
কিছুটা অস্বস্তি আর কৌতূহল
লম্বা খামে পুরে রেখেছি

পাইকারি শস্যের গুদাম থেকে উঠে এল
চীনামাটি, ছিন্ন বস্ত্রখণ্ড আর হুঁকোর কলকে।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শিবাশিস দত্ত

তিন দশকেরও বেশি সময় পত্রিকা সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত। কবিতার বই (কুয়াশা রঙের চোখ) এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এ যাবত প্রকাশিত বই: সাত সতেরো(রিপোর্টাজধর্মী লেখার সংকলন), আত্মদর্শিনী (গল্পের বই)।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।