খুঁজে নিও সন্ধ্যা তারা
রাতের আকাশ জ্বলজ্বলে তারা ঝাপ্সা চাঁদ বড় একাকি, পৃথিবী কান্নার যন্ত্রণায় মাখা। বকুল গাঁথে মালা, পরীরা আসবে দল বেঁধে দেবে পরিয়ে গলায় ।
উড়ে যাক পাখির ঝাঁক খুঁজে নিও সন্ধ্যাতারা.........
রাতের আকাশ জ্বলজ্বলে তারা ঝাপ্সা চাঁদ বড় একাকি, পৃথিবী কান্নার যন্ত্রণায় মাখা। বকুল গাঁথে মালা, পরীরা আসবে দল বেঁধে দেবে পরিয়ে গলায় ।
উড়ে যাক পাখির ঝাঁক খুঁজে নিও সন্ধ্যাতারা.........
১ এঁটো থালাটির গায়ে লেগে থাকে এঁটো ভাতটুকুপাশ ফিরে শুয়ে আছে তছনছ ভিটেমাটিবুকআধপেটা গলা কাঁপে ভরপেট সংশয়জলেস্বভাবে ছলকে পড়ে কবেকার গহীন অসুখ শুকনো ঢেঁকুরময় তবু ওড়ে স্বাদের অছিলাসুফলা আগামী শুঁকে উজাগর ক’টি হৃদিকোণআচমকা বমি ফুঁড়ে আরও পড়ুন...
সুমেধা বোস’কে আদতে হাওয়ায়-জলেভেসে ভেসে বেড়াচ্ছেনবিশ্বাস ও তার ঘাতকেরা আপনার ও আমার মধ্যেদুরপাল্লার গাড়িঘোড়ার হট্টোগোলের মধ্যেঅজাতশত্রু পীরবাবার শয্যায় হঠাৎ-ইঘাতকেরা ছায়া ফেলতে পারেন আপনি সাবধানসুমেধা বোসআপনার সাথে হওয়া অবিচারের কথাকোনো বুম থেকে উড়ে গিয়ে সরাসরি সম্প্রচার আরও পড়ুন...
ঈর্ষা ১. এই দুপুরে তুমুল বৃষ্টির পরব্যথা ক্রমশ বেড়ে গেল তোমাদের পরস্পরকে সেবা করবে বলেতোমরা একসাথেই রয়ে গেলে অথচ দেখো, আমি স্বাধীনআমি আনন্দসহকারে ভিজছি… এই দুপুরে তুমুল জল পড়ছে আকাশ থেকেএই দুপুরেতুমুল জল ঝরছে তোমার আরও পড়ুন...
0 Comments