আত্মপরিচয়

শিবাশিস দত্ত on

সামান্য কিছু লাভ কুড়োবার পর মনে হয়
মরণ বুঝি বা কিছুটা পিছিয়ে গেল
জীবন যেন ট্রেতে সাজানো
রংবেরঙের নানা ঝিনুক

ক্লান্তি-উপত্যকা পেরিয়ে এসেছো
এবার কোন পথে যাবে?
অনেক সম্ভাষণ তো হল–সমস্ত বিলাপ আর
খনিজ উদ্বেগ উঠোনের প্রান্তে নামিয়ে রাখো

আহা রে জীবন– হাওয়ার পিঠে চেপে
কী কাণ্ডই না করছো
ফের আসমান ঘোরো, সাগরে নামো
ডিমে-তা-দেওয়া দুশ্চিন্তাগুলো
কোনকালে ছিল না হে!
কবুল করো, মনেপ্রাণে তুমি আজও পৌত্তলিক।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শিবাশিস দত্ত

তিন দশকেরও বেশি সময় পত্রিকা সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত। কবিতার বই (কুয়াশা রঙের চোখ) এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এ যাবত প্রকাশিত বই: সাত সতেরো(রিপোর্টাজধর্মী লেখার সংকলন), আত্মদর্শিনী (গল্পের বই)।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।