swornolota

স্বর্ণলতা রায়কে চিঠি

হাওয়াতে যে বিষ মিশে গেলো এর পরিশুদ্ধী কে ঘটাবে? গাছ? নিষ্কম্প গাছ বলতে আসবাব ; নিমেষেই কাঠ চিড়ে চিড়ে রক্ত শুষে নিই। আর তুমি চুরি করলে বায়ু। না, আমার কোন শ্বাসকষ্ট নেই। তবুও কেন ইনহেলার! রণডঙ্কার বাদ্য যন্ত্রের তালে কেন শুষে নিচ্ছো অক্সিজেন? তুমি ফুঁ দাও নিভে যায় মোমবাতি আমি আরও পড়ুন…