আত্মহত্যার একটু আগে

বেদশ্রুতি মুখার্জী on

নতুন কেনা ফুলিয়ার তাঁতে পুজো সেরে উঠে আয়নায়… এবার
পিঁপড়ের মত খাবারের খোঁজ- রোজকার ইঁদুরদৌড়।

চুল আঁচড়াতে গিয়ে দেখি শাড়ির প্রতিটি সুতো বাড়তে বাড়তে
ফাঁস হয়ে গেল। আমিও আজ পারছিনা ছাড়াতে নিজেকে,
মিথ্যে অপবাদের জাল।
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। গীতবিতান একটু আগে
ঠাকুরঘরে ঝুলে পড়ল ‘বাসাংসি জীর্ণানি’ আর্তরবে। নিখুঁত
ব্রুটাসের মুখ মনে করে শেষ বমিতে ভেসে যাচ্ছে আমার
শাড়িটা।
আমার চোখ বুজে আসছে, ছটফট করছি মিথ্যা টেক্সট এর
কালিতে। আমায় নিতে চলেও এসেছে আনুবিস।

যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তোমাকে ওসাইরিস এর
রাজসভায় নিতে আসব।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


বেদশ্রুতি মুখার্জী

উত্তরবঙ্গের ছোটো শহর রায়গঞ্জে বাস। বাংলায় স্নাতকোত্তর ও বি.এড ডিগ্রি লাভের পর থেকেই শিক্ষকতার শুরু, পেশায় স্থানীয় এক হাইস্কুলের বাংলার শিক্ষিকা। শৈশব থেকেই পড়া ও লেখার আগ্রহ মূলত সাহিত্যপ্রেমী মায়ের অনুপ্রেরণায়।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।