atmohotyar ektu age

আত্মহত্যার একটু আগে

নতুন কেনা ফুলিয়ার তাঁতে পুজো সেরে উঠে আয়নায়… এবারপিঁপড়ের মত খাবারের খোঁজ- রোজকার ইঁদুরদৌড়। চুল আঁচড়াতে গিয়ে দেখি শাড়ির প্রতিটি সুতো বাড়তে বাড়তেফাঁস হয়ে গেল। আমিও আজ পারছিনা ছাড়াতে নিজেকে,মিথ্যে অপবাদের জাল।আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। গীতবিতান একটু আগেঠাকুরঘরে ঝুলে পড়ল ‘বাসাংসি জীর্ণানি’ আর্তরবে। নিখুঁতব্রুটাসের মুখ মনে করে শেষ বমিতে আরও পড়ুন…